সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ( বাসস) : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক, কলামিস্ট ও গীতিকার নাহিদ নজরুলকে দেখতে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

গতকাল শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের খোঁজখবর নিতে আজ শনিবার হাসপাতালে যান রফিকুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নাহিদ নজরুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। 

তিনি চিকিৎসককে সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

ডা. রফিকুল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

নাহিদ নজরুলের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তার ডান পায়ের নীচের অংশে দুটি হাড় ভেঙে গেছে এবং গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, নাহিদ নজরুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি জনপ্রিয় কলামিস্ট ও গীতিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
১০