বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৬

নওগাঁ, ৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবি বদলাই এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হলো একদিনের ফুটবল টুর্নামেন্ট। 

আজ শনিবার সকাল ১০টায় খেলা শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উপজেলার ডাকবাংলা মিনি স্টেডিয়ামে মহাদেবপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।  

উপজেলার ১০ ইউনিয়ন এবং ছাত্রদল ও কৃষক দলের ২টি ফুটবল দলসহ মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলগুলো হলো মহাদেবপুর সদর ইউনিয়ন, খেজুর, হাতুড়, চান্দাশ, চেরাগপুর, ভীমপুর, রাইগাঁ, উত্তরগ্রাম, সফাপুর, এনায়েতপুর এবং থানা ছাত্রদলের একটি ও কৃষক দলের একটি ফুটবল দল। 

প্রথমে ৩০ মিনিট, এরপর ১৫ মিনিট ও ১০ মিনিট করে ১২ টি দলের ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল ম্যাচে এনায়েতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে খেজুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। 

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবকদের বিপথগামী হওয়া সম্ভাবনা থাকেনা। তাই পড়াশুনার পাশাপাশি তরুণদের খেলার প্রতি আকর্ষণ করতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। 

তিনি আরও বলেন, তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আইরিন খাতুন ও সুরমা জান্নাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
১০