মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক কারখানায় শুক্রবার একটি শক্তিশালী বিস্ফোরণে বহু লোক নিহত ও ১৯ জন নিখোঁজ রয়েছেন। 

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য বিধ্বস্ত স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত আকাশপথের ফুটেজে টেনেসির হিকম্যান কাউন্টির ওই কারখানায় ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। ওই স্থানেই পুড়ে যাওয়া ও বিধ্বস্ত যানবাহন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমরা নিশ্চিত করতে পেরেছি যে ১৯ জন নিখোঁজ রয়েছে।’ 

তিনি বলেন, এই ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। এখনই মৃতের সংখ্যা বলা যাচ্ছে না। আমি শুধু বলতে পারি, আমরা নিখোঁজ ১৯ জনের সন্ধান করছি।’

হিকম্যান কাউন্টির বাকস্নর্ট এলাকায় অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমসের একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের পর দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কায় সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাম্পফ্রিজ কাউন্টির শেরিফ ডেভিস বলেন, বিস্ফোরণে কারখানার একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। 

তিনি এই ঘটনাকে তার চাকরি জীবনের ‘সবচেয়ে বিধ্বংসী দৃশ্য’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল, যে তা বহু দূর পর্যন্ত শোনা গেছে এবং ধ্বংসাবশেষ প্রায় অর্ধ বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়ে।

ডেভিস বলেন, যখন ভবনের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন বর্ণনা করার ভবনটির কিছুই আর অবশিষ্ট ছিল না।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজদের পরিবারের জন্য এটি একটি অসহনীয় অপেক্ষার সময় বলে স্বীকার করেছে।

ডেভিস বলেন, ‘আমি নিশ্চিত অনেকেই ক্ষুব্ধ এবং অনেকেই খুব দুঃখিত ও হতাশ— আমি তা বুঝতে পারছি। এটি আমাদের জন্যও বিভীষিকাময়। এটি সংশ্লিষ্ট সকলের জন্যই বিভীষিকাময়।’

টেনেসির গভর্নর বিল লি জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘রাষ্ট্রীয় সংস্থাগুলো স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আমরা এই মর্মান্তিক ঘটনার শিকার পরিবারগুলোর জন্য প্রার্থনা করতে টেনেসিবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

গত ১৯৮০ সালে প্রতিষ্ঠিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কোম্পানি এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপিকে কোনো মন্তব্য করেনি। 

কোম্পানির ফেসবুক পেইজে বলা হয়েছে, তারা মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও শিল্পক্ষেত্রের জন্য ‘বিভিন্ন উচ্চ বিস্ফোরক উপাদান ও বিশেষায়িত পণ্য’ তৈরি করে থাকে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত মাসে মার্কিন সরকার ‘টিএনটি সংগ্রহের’ জন্য অ্যাকিউরেট  এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় ১২ কোটি ডলারের একটি চুক্তি সম্পাদন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনে চবিতে বহিরাগত প্রবেশে কঠোরতা
আগামীকাল বরগুনায় দুদকের গণশুনানি
খেলাধুলা সামাজিক বন্ধন তৈরী করে : এমিলি
২০০ বছর ধরে বিখ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম: স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে
বাগেরহাটে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
পটুয়াখালীতে র‌্যাবের গাড়ি-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৭
পিরোজপুরে ইলিশ ধরায় এক জেলের কারাদণ্ড
টেকসই ঋণ ও ব্যয় নিয়ন্ত্রণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : শেখ মইনুদ্দিন
মাগুরায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
বাংলাদেশে হালাল শিল্পের বিপুল সম্ভাবনা আছে : বিশেষজ্ঞ 
১০