ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে রয়েছে প্রায় ৬০ লাখ মানুষ। জাতিসংঘ সমর্থিত একটি খাদ্য নিরাপত্তা সংস্থা এ আশঙ্কা করেছে।
সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, এখন দেশটিতে প্রায় ৫৭ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ৫৭ লাখ মানুষ দরিদ্র ক্যারিবীয় দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। যারা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। খাবার খেতে না পাওয়া এবং খাবার সংগ্রহে জীবিকা-সম্পদ (যেমন গবাদি পশু) বিক্রি করতে বাধ্য হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
সংস্থাটি বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির মাত্রা পরিমাপ করে সূচক তৈরি করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রায় ১৯ লাখ মানুষ ‘জরুরি’ পর্যায়ের খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। আইপিসি এই পর্যায়কে উচ্চমাত্রার অপুষ্টি হিসেবে চিহ্নিত করেছে।
এই পরিসংখ্যানের সঙ্গে এপ্রিলে প্রকাশিত তথ্যের প্রায় মিল রয়েছে। তবে একটি আশার আলোও আছে— আইপিসি পর্যায় ৫ অর্থাৎ প্রায় দুর্ভিক্ষের মুখে থাকা ৮ হাজার ৪০০ হাইতিয়ানের অবস্থার পরিবর্তন হয়েছে।
বাস্তুচ্যুতদের ক্যাম্পে মানবিক সহায়তা বাড়ায় এই পরিবর্তন সম্ভব হয়েছে।
তবে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী মাসগুলোতে ৫৯ লাখ ১০ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে।
হাইতি দীর্ঘদিন ধরে সহিংস অপরাধী চক্রের কবলে রয়েছে। হত্যা, ধর্ষণ, লুটপাট ও অপহরণ সেখানে নিত্যদিনের ঘটনা। এর পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা।
২০২৪ সালের শুরু থেকে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তখন সশস্ত্র গোষ্ঠির চাপে তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পদত্যাগ করতে বাধ্য হন।
২০১৬ সালের পর হাইতিতে আর কোনো নির্বাচন হয়নি। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল দেশ পরিচালনা করছে।