শেখ হাসিনা ও তার সহযোগীরা ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে:  শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা এবং তার সহযোগীরা লুণ্ঠনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি এর উদ্যোগে ‘১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা সীমাহীন লুটপাট করে ব্যাংক সেক্টরকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকারপ্রধান দিয়েছিলেন। তিনি এখনও সেই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁর (ড. মুহাম্মদ ইউনূসের) যে ভাবমূর্তি দেশে-বিদেশে আছে আশা করি তিনি টাকা ফেরত আনতে পারবেন।

নির্বাচিত সরকারের সম্ভাবনা সম্পর্কে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হবে।’

শেখ হাসিনা ২০০৮ সাল থেকে জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এমন অভিযোগ এনে দুদু বলেন, গণহত্যা, ব্যাংক লুটপাট এবং ভোট কারচুপির জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল। মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল স্বাধীনতা ও গণতন্ত্র এবং গণতন্ত্র মানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। তিনি সেই নির্বাচন হতে দেননি এবং ভোট চুরি করেছেন। তিনি দেশকে ফাঁকা করে দিয়েছেন। তাকে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে এবং তার সাজা কার্যকর করতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি শাখা জিয়া পরিষদের সভাপতি মো. সুজাউদ্দৌলা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক ফারুকসহ ৮ জন রিমান্ডে
১০