আদালতে আত্মসমর্পণের পর যুবদল নেতা ইসহাক সরকারকে কারাগারে প্রেরণ 

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ‎‎‎আওয়ামী লীগ সরকারের আমলে বিস্ফোরক দ্রব্য আইনে সাত বছরের সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর ভারপ্রাপ্ত বিচারক আলামিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সাল মার্চ মাসে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী এ মামলায় তার সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন।

ইসহাক সরকারের আইনজীবী মামুন মিয়া বাসস’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও চার মামলায় ইসহাক সরকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। প্রত্যেক মামলায় আওয়ামী লীগ সরকার আমলে আদালত তার সাজা দিয়েছেন। আদালত সব মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা সাজার বিরুদ্ধে আপিল করব। আশা করি, আদালত জামিন মঞ্জুর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনা দুদকের ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত 
বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
ঝটিকা মিছিল : গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামজাসহ ৪ জন কারাগারে
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান
হবিগঞ্জে তিনটি ক্লিনিককে জরিমানা
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
১০