ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামীকাল থেকে তিন দিনব্যাপী ‘মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ’ শুরু করতে যাচ্ছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
পিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ও মানসিকভাবে আহত হওয়া মোট ২৮ জন সাংবাদিক এ প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করবেন এবং পিআইবি মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
পিআইবি’র সেমিনার কক্ষে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশ করতে হয়, তা শিখতে পারবেন।