ঢাকায় বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির জীবনরক্ষাকারী ভূমিকা এবং এ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এভারকেয়ার হাসপাতাল আজ ঢাকায় প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস পালন করেছে। বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় ৭ সেপ্টেম্বর।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কারসহ হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তা, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের জন্য চিকিৎসা সহজলভ্য করার প্রয়োজনীয়তা এবং রেডিয়েশন চিকিৎসা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার উপায় নিয়ে আলোচনা করেন।

তারা প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতার মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল উন্নত রেডিওথেরাপি সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা ও রোগীদের সহায়তা প্রদানে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার সপ্তাহে প্রথমবার বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস চালু হয় এবং ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।

দিবসটির লক্ষ্য ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা নিয়ে বৈশ্বিক সচেতনতা বাড়ানো, চিকিৎসা সহজলভ্য করা এবং প্রচলিত ভুল ধারণা দূর করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০