ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-১।
আজ সোমবার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাতে র্যাব-১-এর বিশেষ টহল দল খিলক্ষেত এলাকায় ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।
গ্রেফতাররা হলো মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০) ও মো. পিয়ার হোসেন (৪২)।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দু’টি ওয়ান শ্যুটারগান, দু’টি কার্তুজ, একটি চাবি, চারটি মোবাইল, চারটি সিম কার্ড, ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।