ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ছয়জন আসামি আজ আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তারা হাজিরা দেন।
আজ কেরানীগঞ্জ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাদের হাজির দেখানো হয়। পরে আদালত ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।
হাজিরা দেওয়া অন্য আসামিরা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি আন্দোলনে যোগ দেন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৯ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।