বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও গুয়াতেমালা বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ অনুসন্ধান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ অঙ্গীকার করা হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

পরে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রদূত মুশফিক প্রস্তাব দেন যে গুয়াতেমালার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাত যেমন- তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত পণ্যে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে পারে।

পরে রাষ্ট্রদূত মুশফিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিন্ডসে হার্নান্দেজ-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্টিনেজ তাকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালায় একটি বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন এবং এ উদ্যোগকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জনগণের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত
চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল
রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর : চেয়ারম্যান
জেট ফুয়েলের দাম কমিয়েছে বিইআরসি 
১০