বাংলাদেশ ও আইটিএফসি’র মধ্যে খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে অর্থায়ন চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সরকার এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের সদস্য সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) এর মধ্যে আজ সৌদি আরবের জেদ্দায় দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তিগুলো বাংলাদেশের সার আমদানির ক্ষেত্রে সহায়তা করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা। যার মাধ্যমে আইটিএফসি প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটিএফসি’র অর্থায়নের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানী আমদানি করে আসছে। এবার প্রথমবারের মতো এ উদ্যোগ সার আমদানির ক্ষেত্রেও সম্প্রসারিত হলো, যা সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরনে অবদান রাখবে।

বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্য সদস্যরা হলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান এবং বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর মো. কবির আহমেদ।

বাংলাদেশের পক্ষে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধায় স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।

অনুষ্ঠানে মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বিভিন্ন সেক্টরে আইটিএফসি’র সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে এ সংস্থার অব্যাহত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এই চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং কৌশলগত লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০