৫৭ রানে অলআউট আরব আমিরাত

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৪ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৫

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : চলমান এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান।

দুবাইয়ের আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ।

এরপর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের তোপে পড়ে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হংকংয়ের। ২০২২ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের এটিই সর্বনিম্ন রান।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম। দলের বাকী নয়জন ব্যাটারের কেউই দুই  অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন। যার মধ্যে ছিল  ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট। । ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০