কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪:৩৭

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : কপ৩০ আয়োজনের এক মাসেরও কম সময় আগে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যদের মতো প্রধান দূষণকারী দেশগুলোর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা জমা দেওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে ব্রাজিল শুক্রবার হতাশা প্রকাশ করেছে।

জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) নামে পরিচিত লক্ষ্যমাত্রাগুলো প্রতি পাঁচ বছর অন্তর অবশ্যই পর্যালোচনা করতে হবে। তবুও খুব কম দেশই ২০৩৫ সালের জন্য তাদের নতুন প্রতিশ্রুতি পূরণ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কপ৩০ সভাপতি আন্দ্রে কোরিয়া দো লাগো রাজধানী ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে যে আমরা হতাশ।’

নভেম্বরে আমাজনের শহর বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনকারী ব্রাজিল এক বছর আগে এনডিসি আপডেট করা প্রথম দেশগুলোর মধ্যে একটি।

বিশ্বের বৃহত্তম দূষণকারী চীন, গত মাসেও একই পদক্ষেপ নিয়েছে।

কিন্তু জলবায়ু পদক্ষেপ থেকে বিচ্যুত ভূ-রাজনৈতিক ও বাণিজ্য উত্তেজনার মধ্যে অনেকেই সেপ্টেম্বরের সর্বশেষ সময়সীমা পার করে ফেলেছে।

দো লাগোর মতে, এখন পর্যন্ত ৬২টি দেশ তাদের নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, বছরের শেষ নাগাদ এই সংখ্যা ১২৫টিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি একে ‘কিছুটা দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

সম্মেলনের আয়োজকরা জোর দিয়ে বলেছেন, এখন দায়িত্ব মূলত ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ বৃহত্তম নির্গমনকারী দেশগুলোর ওপরেই বর্তায়।

ব্রাজিলের পরিবেশমন্ত্রী মারিনা সিলভাও জলবায়ু নীতিতে ইইউ’র মতো ‘ঐতিহাসিকভাবে মিত্র অংশীদারদের’ বিলম্বের জন্য তার ‘হতাশা’ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি, তারা কপ৩০-এর আগে তাদের এনডিসি জমা দেবে, যাতে সমাজ ‘স্বচ্ছভাবে’ মূল্যায়ন করতে পারে যে জাতীয় লক্ষ্যমাত্রাগুলো বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্প স্তরের ওপরে ১.৫ ডিগ্রী সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না।

রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের কয়েকদিন পরে, ১০ থেকে ২১ নভেম্বর কপ৩০ অনুষ্ঠিত হবে।

দো লাগো বলেন, ১৬২টি দেশের প্রতিনিধিদল বেলেমে এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

বেলেম একটি দরিদ্র আমাজনীয় শহর, যেখানে আবাসনের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগামী সপ্তাহে, ৫০টি দেশের প্রতিনিধিরা ব্রাসিলিয়ায় ‘প্রাক-কপ’ বৈঠকের জন্য জড়ো হবেন, যার লক্ষ্য 
বিশ্বব্যাপী জলবায়ু কর্মকাণ্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ: উপদেষ্টা আজম
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
খুলনায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র কাল শুরু করছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
কিমিচের জোড়া গোলে জার্মানীর জয়, আজারবাইজানকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স
কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
১০