মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মোজাম্বিকে সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে গুলি করে অন্তত ১৬ জেলেকে হত্যা করেছে। 

আজ বুধবার সংঘর্ষ পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সোমবার মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় কাবো ডেলগাদো প্রদেশে ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এ ব্যাপারে খবরও প্রকাশ হয়েছে। তবে, দেশটির একজন সরকারি মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছেন।

এসিএলইডি জানিয়েছে, উপকূল থেকে প্রায় আট কিলোমিটার দূরের ছোট্ট রোলাস দ্বীপে অস্থায়ী তাঁবুতে বিশ্রামে থাকা জেলেদের জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে।

এসিএলইডি অ্যানালিস্ট পিটার বোফিন জানান, মোজাম্বিকের ডিফেন্স আর্মড ফোর্সেস কয়েকটি নৌকায় টহল দেওয়ার সময় ইবো দ্বীপ থেকে রোলাস দ্বীপের দিকে এগিয়ে এসে তীরে নামার পর জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ১৬ জন জেলে প্রাণ হারায়।

কাবো ডেলগাদো’তে ইসলামিক স্টেট (আইএস) দমনে মোতায়েন করা মোজাম্বিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।

মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বেঞ্জামিম চাবুয়ালো বলেন, সশস্ত্র বাহিনীর হাতে জেলে নিহতের দাবিটি সত্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০