চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক ফোনালাপে সতর্ক করে বলেছেন, চীনকে নিয়ন্ত্রণ, প্রতিহত বা হস্তক্ষেপের চেষ্টা একেবারেই নিরর্থক হবে।

বেইজিং থেকে এএফপি এই খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র খবরে বলা হয়েছে, দুই কৌশলগত প্রতিদ্বন্দ্বীর আলোচনায় তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুও স্থান পেয়েছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন ভিডিও কলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করার জন্য শক্তি প্রয়োগ বা চীনকে নিয়ন্ত্রণে যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। অপরদিকে, ওয়াশিংটন এই গণতান্ত্রিক দ্বীপের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং এর প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ চীন সাগর প্রসঙ্গে ডং বলেছেন, বেইজিং কিছু দেশের অনধিকারচর্চা ও উস্কানিমূলক পদক্ষেপ এবং অঞ্চলের বাইরের দেশগুলোর ইচ্ছাকৃত অস্থিতিশীল সৃষ্টির প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করে।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটা নিজেদের বলে দাবি করে চীন, যদিও এর সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের দাবির মিল রয়েছে।

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়মিতভাবে ‘নৌ চলাচলের স্বাধীনতা’ রক্ষায় জাহাজ পাঠায়। এটি বেইজিংকে ক্ষুব্ধ করেছে।

ডং বলেন, আমাদের অবশ্যই সমমর্যাদাভিত্তিক, পরস্পরকে সম্মানজনক, শান্তিপূর্ণ সহাবস্থান, স্থিতিশীল ও ইতিবাচক সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের অবশ্যই একে অপরের মৌলিক স্বার্থকে সম্মান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০