নীরবতা নয়, দরকার সহানুভূতিশীল সংলাপ: আত্মহত্যা প্রতিরোধ দিবসে বক্তারা

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭
ছবি: বাসস

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আত্মহত্যার ব্যাপারে নীরবতা ভেঙে খোলামেলা, সহানুভূতিশীল ও সহযোগিতামূলক আলোচনার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘আত্মহত্যার আখ্যান পরিবর্তন’ বিষয়ক আলোচনা সভা এবং ‘লেটস টক অ্যাবাউট সুইসাইড : হাউ টু হ্যান্ডেল এ সুইসাইডাল পেশেন্ট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন’ (বিটিএফ) অনুষ্ঠানটির আয়োজন করে।

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় নীতিতে অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রমাণভিত্তিক কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মানসম্পন্ন সেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং সংকটে থাকা ব্যক্তিদের যথাযথ সহায়তা দিতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধযোগ্য বিষয়। আত্মহত্যার ক্ষেত্রে বিষণ্নতা ও নিয়ন্ত্রণহীন আবেগ ঘনিষ্ঠভাবে জড়িত, বিশেষ করে তরুণ বয়সীদের জন্য।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের ২০টিরও বেশি দেশে আত্মহত্যা বেআইনি। শরিয়া আইন অনুসরণকারী কিছু দেশে আত্মহত্যা চেষ্টার জন্য জরিমানা থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।’

সিটি হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার বিভাগের চিফ অব অপারেশনস ডা. ফারজানা ইসলাম শম্পা বলেন, ‘নিজের গুরুত্ব অনুধাবন করে জীবনের অনন্যতা বুঝে আত্মপ্রকাশ করতে হবে। মন ও মননের বিকাশ এবং সুচিন্তার মাধ্যমে আত্মিক শান্তি আসে।’ অন্যের দৃষ্টিভঙ্গিতে নয়, নিজের আত্মমূল্যায়নের মাধ্যমেই নিজের পরিচয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রফেশনাল কাউন্সেলিং সেন্টার ‘বৃদ্ধি নেটওয়ার্ক’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আকবর হোসেন বলেন, ‘যদি আপনার বন্ধু বা সহপাঠী আত্মহত্যাপ্রবণ হয়, তবে তাকে বিচ্ছিন্ন না রেখে বন্ধুত্ব ও সহানুভূতির হাত বাড়িয়ে দিন।’ কাউন্সেলিংয়ের মাধ্যমে এমন অনেক জীবন বাঁচানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মানসিক স্বাস্থ্য খাতে সরকারি তহবিল হ্রাস বিশ্বজুড়ে উদ্বেগজনক উল্লেখ করে বিটিএফ সভাপতি সাংবাদিক জয়শ্রী জামান বলেন, ‘এতে আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে যেসব দেশে প্রয়োজনের তুলনায় সম্পদের ঘাটতি রয়েছে। সেবা সংকুচিত হলে ঝুঁকিতে থাকা মানুষরা আরো অসহায় হয়ে পড়ে এবং অনেক জীবন, যেগুলো রক্ষা করা সম্ভব, তারা হারিয়ে যায়।’

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাসেল সরকারকে বিটিএফ-এর পক্ষ থেকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন, ইনারহুইল ক্লাব অব অরুশির প্রেসিডেন্ট নিলুফার আহমেদ করিম, ইনারহুইল ক্লাব অব লবিলিয়ার ভাইস প্রেসিডেন্ট সাইদা আনিস রাখি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল, ইনারহুইল ক্লাব অব ওয়েসিস, ইনারহুইল ক্লাব অব লবিলিয়া, ইনারহুইল ক্লাব অব ঢাকা, ইনারহুইল ক্লাব অব ওয়েসিস, ইনারহুইল ক্লাব অব আরুশি, ইনারহুইল ক্লাব অব শান্তিনগর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০