মুসলিম উম্মাহর ঐক্যে নবীজির (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্যের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ইসলামের নবী (সা.) : মুসলিম উম্মাহ গঠনের অক্ষ’ শীর্ষক এক সভার আয়োজন করে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র।

সভায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। 
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। সভাপতিত্ব করেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী।

বক্তারা বলেন, এ বছর ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মের ১৫০০তম বছর। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালকে ‘নবী করিম (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী’ হিসেবে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

তাঁরা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন রাহমাতুল্লিল আলামিন- মানবজাতির জন্য কল্যাণ ও শান্তির দূত। তিনি প্রথম ঘোষণা দেন, পৃথিবীর সব মানুষ সমান; বর্ণ, বংশ বা জাতিগত কোনো বৈষম্য নেই। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান ইসলামি বিশ্বে বিভাজনের কারণে নানা সংকট তৈরি হয়েছে। এই বিভাজন দূর করার একমাত্র উপায় হলো নবীজির (সা.) শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০