মানবপাচার ও অর্থ আত্মসাৎ : ১৩ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় মানবপাচার ও ১ হাজার ১৫৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ১৩টি রিক্রুটিং এজেন্সির ৩১ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের প্রতিষ্ঠানও।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, মামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ১৩টি ওভারসিজ রিক্রুটিং কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ অন্যান্য আসামিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট তৈরি করে শ্রমিক রিক্রুটমেন্টের সরকারি শর্ত ভঙ্গ করেছেন। তারা সরকারের নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে পাঁচ গুণ বেশি টাকা আদায় করেছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারদলীয় প্রভাব খাটিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে অনিয়ম করেছেন। নির্ধারিত বাছাই পদ্ধতি এড়িয়ে, চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে, শ্রমিকদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ফি বাবদ অতিরিক্ত টাকা নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এ সব কার্যক্রমের মাধ্যমে তারা চুক্তির শর্ত লঙ্ঘন করে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়েছেন এবং অবৈধভাবে গৃহীত অর্থ পাচার করেছেন।

তদন্তে দুদকের কাছে প্রতীয়মান হয় যে এই প্রক্রিয়ায় মোট ১ হাজার ১৫৯ কোটি ৮২ লাখ ২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ (বি)/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত মার্চে একই অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রতিষ্ঠানসহ ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মামলা করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
১০