গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
ছবি : বাসস

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, অবরোধ ও খাদ্যাভাবে মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকায় আয়োজন করা হয়েছে পারফর্মিং আর্ট ও কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে লন্ডন রোজ ও ভাবযোগ আয়োজিত ইনকিলাব কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন কবি ও চিত্রকর সায়লা সিমি নূর। তিনি বলেন, গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে ৩১ আগস্ট সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ৪৪টি দেশের ১০০টি জাহাজ মানবিক সহায়তা নিয়ে রওনা হয়। এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ফের ড্রোন হামলা চালানো হলেও তারা থেমে যায়নি। আমরা বাংলাদেশ থেকেও তাদের প্রচেষ্টার সঙ্গে সংহতি প্রকাশ করছি।

প্রধান অতিথির বক্তব্যে কবি, চিন্তক ও প্রাচ্যবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক জহির হাসান বলেন, গাজার মানুষকে ‘এ্যানিমেল’ ঘোষণা করে সারা পৃথিবীর চোখের সামনে অবরুদ্ধ করে নির্মম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। অথচ আমরা যারা মানুষ বলে দাবি করি, আমরা ঘুমিয়ে আছি। বক্তব্যের পাশাপাশি তিনি ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহার অনুবাদ কবিতা পাঠ করেন।

পারফর্মিং আর্টে প্রতীকী উপস্থাপনায় দেখানো হয়- ধ্বংসস্তূপের মাঝে অতিথি বাড়ির মালিককে তাড়িয়ে দিয়ে তার বাড়ি দখল করছে, অথচ জনতা চুপ। পরে বাড়ির মালিক রুখে দাঁড়ালেও টিকে থাকতে পারে না। ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীকী দৃশ্যটি পরিবেশন করেন শিল্পী সায়লা সিমি নূর ও কবি পলিয়ার ওয়াহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও এক্টিভিস্ট দিদারুল ভূঁইয়া, কবি ও সাংবাদিক শাকিল মাহমুদ, কবি ও গবেষক শামস আরেফিন, বিজনেস কোচ এম এ মোমেন, কবি সানাউল্লাহ সাগর, ফটোগ্রাফার কল্লোল কর্মকার, আবৃত্তিশিল্পী জসিমউদ্দিন সুমগ্ন, কবি ফাহিম আব্দুল্লাহ, শোয়েব ইব্রাহিম, নকিব হাসান, মুনিয়া মাহমুদ, ফাহিম ফয়সাল, ড. আল ফাহাদ, শাহিন পারভেজ, আবু সুফিয়ান, ফরহাদ এইচ মজুমদার, জাহেদ নিয়োগী, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন, এনায়েতুর রহমান, ফয়সাল এম সিফাত, হাসান ফয়সাল ও জসিম বিশ্বাস।

অনুষ্ঠানের শেষে গাজাসহ বিশ্বের সকল মজলুম জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করেন তেজগাঁও মাদ্রাসার ছাত্র আবদুল গণি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র 
রুবিওর সফর ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘শক্তি’ প্রমাণ করছে : নেতানিয়াহু
বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা
১০