ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার বলেছেন, মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর ইসরাইল সফর দুই দেশের সম্পর্কের ‘শক্তি’ তুলে ধরেছে।
কাতারে ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও রোববার ইসরাইল সফরে গেছেন।
জেরুজালেম থেকে এএফপি জানান, নেতানিয়াহু রুবিওকে ইসরাইলের ‘অসাধারণ বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, তার সফর দেখিয়েছে ইসরাইলি-আমেরিকান জোট কতটা শক্তিশালী।
জেরুজালেমের ঐতিহাসিক ধর্মীয় স্থানে রুবিও ও ইসরাইলে ওয়াংশিটনের দূত মাইক হাকাবির সঙ্গে প্রার্থনা শেষে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, এ সম্পর্ক এতটাই দৃঢ় ও টেকসই, যেমনটি আমরা পশ্চিম প্রাচীরের পাথরে স্পর্শ করেছি।