বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ (ইউএন) একটি ‘যুব ফটো কনটেস্ট’ আয়োজন করতে যাচ্ছে, যেখানে তরুণদের শান্তি, উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের দিকটি তুলে ধরা হবে।

‘পরিবর্তনের অনুঘটক হিসেবে যুবসমাজ: শান্তি, উন্নয়ন ও এসডিজি’ এ শিরোনামে প্রতিযোগিতায় মৌলিক আলোকচিত্র আহ্বান করা হয়েছে। এসব ছবিতে যুবসমাজের নেতৃত্বাধীন বা যুবকেন্দ্রিক উদ্যোগ যেমন শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু মোকাবিলা, টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং লিঙ্গসমতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তরুণরা বাংলাদেশের অন্যতম বড় শক্তি। জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে লিঙ্গসমতা ও উদ্ভাবন এগিয়ে নেওয়া পর্যন্ত তাদের অবদান একটি শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার মূল চালিকা শক্তি। এ প্রতিযোগিতা তরুণদের তাদের দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও কণ্ঠকে জোরালো করার একটি প্ল্যাটফর্ম দেবে, যা বৈশ্বিক ইউএন৮০ উদ্‌যাপনের অংশ।’

জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতীক হিসেবে নির্বাচিত হবে ৮০টি আলোকচিত্র। সেগুলো আগামী ২৩ অক্টোবর জাতিসংঘ দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত হবে।

এরপর প্রদর্শনীটি ঢাকার একটি জনসমাগমস্থলে (যার নাম পরে ঘোষণা করা হবে) এক সপ্তাহ ধরে চলবে এবং জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইটে একটি ডিজিটাল গ্যালারিতেও প্রদর্শিত হবে। এতে বৈশ্বিক দর্শকরা বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
১০