ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। 

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন। 

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এ বৈঠক করেছে। 

তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’ 

তিনি বলেন, তারা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’

বাবর আরও বলেন, তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন। বাবর সাড়ে ১৬ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদালত সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
১০