ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট লামিয়ার বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বিএপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এরপর তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি শিশু লামিয়াকে তারেক রহমানের স্নেহশীষ শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামিল হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটি কিডনি দান করতে ইচ্ছুক, কিন্তু অর্থাভাবে প্রতিস্থাপন করাতে পারছেন না। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘনভাবে এসব কষ্টের কথা তুলে ধরেন রাজ্জাকের শিশুকন্যা লামিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছয় বছরের লামিয়ার সেই কান্নার ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে নির্দেশ দেন শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির প্রতিনিধি দল ভ্যানচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।