ভারতের মদদপুষ্ট দলের দেশে রাজনীতির কোনো সুযোগ নেই : সারজিস আলেম 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯
ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতীয় মদদপুষ্ট রাজনৈতিক দলের দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। 

তিনি বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে। জুলাই অভ্যুত্থানের  খুনিদের বিচার করতে হবে।

আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরিতে এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে দুঃখজনক।’ 

শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে উল্লেখ করে এনসিপির শীর্ষ এই নেতা বলেন, আওয়ামী গণহত্যাকারীদের অংশগ্রহণে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন হবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বিচারকাজ শুরু করতে হবে। 

তিনি বলেন, জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে।

গণঅধিকার পরিষদ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সমমনা দল এক হয়েই জুলাই গণঅভ্যুত্থানে কাজ করেছি। ভিপি নুরের নেতৃত্বে ২০১৮ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। পরবর্তীতে এক হয়ে আমরা আন্দোলন করছি। এখন আবার সময়ের প্রয়োজনে সমমনা দলগুলো এক হওয়ার বিষয়ে আলোচনা চলছে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম  সদস্য সচিব প্রতীম দাশ, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 
ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র
বার্সা শিবিরে দু:সংবাদ
বয়সের কারণে ইয়ামাল ব্যালন ডি’অর পাননি
জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান
১০