হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যত আরও অনিশ্চিত করে তুলছে : আমীর খসরু 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হেনস্ততার ঘটনা, দলটির ভবিষ্যতকে ‘আরও অনিশ্চিত করে তুলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, ওনারা এখন যা করছে তা আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, ‘ওখানে নিরাপত্তা দূতাবাসের বিষয় না। নিরাপত্তা তো ওই দেশের বিষয়। হয়তো দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ নিয়েও এমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।’

এর আগে, চট্টগ্রাম মা ও শিুশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। আগামীতে দল ক্ষমতায় গেলে প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জোর দিয়ে তিনি বলেন, বিদেশে গিয়ে দেশের মানুষ যে চিকিৎসা নেয়; সেটা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 
ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র
বার্সা শিবিরে দু:সংবাদ
বয়সের কারণে ইয়ামাল ব্যালন ডি’অর পাননি
জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান
১০