ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ও পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন আঁতাত নেই।
আজ বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘যারা পূর্বে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তারা যাতে অবস্থান পরিবর্তনের চেষ্টা না করেন সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
এসময় পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দলের ভিত্তি মজবুত করতে হবে, যাতে জনগণ আসন্ন নির্বাচনে ধানের শীষের পাশে থাকতে পারে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা নিউইয়র্কের সাম্প্রতিক ঘটনায় সরকারের আচরণেরও সমালোচনা করেন।
তিনি বলেন, ‘সরকার যদি দক্ষতা দেখাতো, তাহলে ফ্যাসিবাদের মিত্ররা বিদেশে এমন ঘটনা ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকরভাবে পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে এই উপাদানগুলো বিদেশের মাটিতেও তাদের কার্যকলাপ চালিয়ে যেতে পেরেছে।’
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার অভিযোগের বিষয়ে রিজভী এ ধরনের কোনো ঘটনা অস্বীকার করে বলেন, ‘মহাসচিবের ওপর কেউ আক্রমণ করেনি। এগুলো তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা।’
তিনি অভিযোগ করেন, ‘দুর্নীতি দমন কমিশন এতটাই অক্ষম যে, কোনো চোরাই সম্পদ উদ্ধার করতে বা দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তাদের কার্যকারিতা প্রায় অদৃশ্য।’
রিজভী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী দর্শন নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের ভেতরে ও বাইরে দলকে সংগঠিত করেছেন এবং যুব সমাজকে গণতন্ত্রের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করেছেন। যুব সমাজকে আন্দোলনে নামাতে তারেক রহমানের প্রচেষ্টা কখনো ভুলে যাওয়া যাবে না। এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।’
এসময় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হোসেন শাহিন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।