এসএসসি সমমানের তিন বিষয়ের পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এসএসসি সমমানের তিন বিষয়ের পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।

বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮টি এবং ব্যাংকিং অংশ হতে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

উল্লেখিত বিষয়সমূহের সংশোধিত প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন পরবর্তী কার্যার্থে এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো।

চিঠির অনলিপি সদয় জ্ঞাতার্থে জ্ঞাতার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ বাঁচাতে আগে নির্বাচন চায় জনগণ : মির্জা ফখরুল
চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা : ভিপি রনি, জিএস হাবিব
টাঙ্গাইলের যমজ দুই বোন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
শিক্ষাব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়েই জাতিকে অন্ধ করার চেষ্টা হয়েছে : ড. মঈন খান
সনদে স্বাক্ষর না করলে কালো মেঘে ছেয়ে যাবে দেশের আকাশ : রিজভী
হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন চিফ প্রসিকিউটর
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি
দেড়শ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ভোলাবাসীর ভাগ্য বদলে দিয়েছে 
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড
জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় ফেনীর ‘খন্ডলের মিষ্টি’
১০