চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খাবারে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার, পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও মূল্য লেখা না থাকা, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে চট্টগ্রামে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং মো. আফতাবুজ্জামান।
ভোক্তা অধিদপ্তর জানায়, নাহার ফুডস লাইভ বেকারিতে ছত্রাকযুক্ত দুর্গন্ধযুক্ত নষ্ট কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং পণ্যে মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না লেখায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাবারে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় বিসমিল্লাহ ওরস বিরিয়ানি এবং মেজ্জানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘আজ বহদ্দারহাট এলাকায় পরিচালিত অভিযানে চারটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’