আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১
সাবেক আইন মন্ত্রী আনিসুল হক। ছবি: বাসস

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এর বান্ধবী তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ আজ সোমবার এ আদেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অবৈধ অর্থ উপার্জন করেন। এসব অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং এর অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক একাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ জমার তথ্য পাওয়া যায়। এছাড়া ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ হাজার টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়। পরে সিআইডির আবেদনে ওই হিসাবগুলোতে থাকা ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবরুদ্ধ করা হয়।

অভিযুক্ত তৌফিকা করিমের বিরুদ্ধে ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং অনুসন্ধান চলছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০