ঝিনাইদহ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাহাড়ে শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা জাতীয় স্বার্থের অংশ। সেখানে সাম্প্রতিক অস্থিতিশীলতার ঘটনার জন্য দেশবাসী উদ্বিগ্ন।’ এ সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি জোর দেন তিনি।
আজ বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রাশেদ খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
তিনি বলেন, ‘যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক শক্তিগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের কখনোই সংখ্যালঘু মনে করি না, তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, এই দেশ সবার, উৎসবও সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যই বাংলাদেশের আসল শক্তি।’
এর আগে তিনি শহরের বারোয়ারী পূজা মন্দির পরিদর্শন করেন। সেখানে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।