ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজকে ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
অক্টোবর মাসকে ‘দাওয়াতি মাস’ ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে আজ রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের শাখায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ আজও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জনে পুরোপুরি পৌঁছায়নি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে। তিনি বলেন, এই সমস্যাগুলো সমাধানে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা জরুরি।
প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে ও সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটাই, তবে একটি সুন্দর ও কল্যাণময় ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলমসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।