ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী তাজবির হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাজবিরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সুমন মিয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন।
প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, তুরস্কগামী ফ্লাইটযোগে তাজবির হাসান তুরস্ক গমনকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে তার যাত্রা রোধ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব/পাসপোর্ট গ্রহণ করেছেন। গোয়েন্দা তথ্য মতে, তিনি দুদক কর্তৃক দায়েরকৃত একাধিক মামলার আসামি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী। পরবর্তীতে সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দর থানা পুলিশ। আসামি ধর্তব্য অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং সম্পর্কিত তথ্য আছে বলে জানা যায়। তিনি পি কে হালদারের সঙ্গে বড় অঙ্কের টাকার শতাংশ শেয়ারহোল্ডার বলে জানা যায়। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি ওতোপ্রোতভাবে জড়িত।