চট্টগ্রাম, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন- ২০২৫ এর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, চাকসু নির্বাচন আচরণবিধি মনিটরিং সেলের সদস্য অধ্যাপক ড. খাদিজা মিতুসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় প্রার্থী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এ সময় অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা বারবার শিক্ষার্থীদের সাথে বসে বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা করছি। আমরা একটি সুন্দর চাকসু নির্বাচন আয়োজন করতে চাই। এক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রশাসন আমাদের সবরকম সহযোগিতা করছে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক।
মতবিনিময় সভায় প্রার্থী, শিক্ষার্থী, প্রার্থীর এজেন্টরা ভোটের ব্যালট, ভোট প্রদান পদ্ধতি, ভোট গণনা পদ্ধতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন।