আল-আমিন শাহরিয়ার
ভোলা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উপকূলীয় জেলা ভোলাসহ দেশের মৎস্য অভয়ারণ্যে 'মা' ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এ-সময় ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা সফল করতে সরকার পুরো উপকূল এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।
সেই ধারাবাহিকতা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ভোলার দেড় লাখ জেলের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশনা জারি করেছে। পাশাপাশি একই আদেশে 'মা' ইলিশ রক্ষায়, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা, উপকূলের বরফ কলগুলো বন্ধ, সকল পরিবহনে ইলিশসহ সাগর-নদীর মাছ বহন বন্ধ এবং নদীতে সকল ড্রেজিং মেশিনগুলোকে বালু উত্তোলন না করতে আদেশ প্রদান করা হয়েছে।
এ আদেশ উপকূলীয় সকল মৎস্য অভয়ারণ্যের জন্য প্রযোজ্য। বিগত ২৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য শাখা-২ এর এক সিদ্ধান্ত অনুযায়ী ওই আদেশের কপি সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসকদের পাঠিয়ে দেয়া হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বাসসকে জানান, সরকারের জারি করা ওই আদেশ বাস্তবায়নে ভোলার সাত উপজেলা প্রশাসনকে আজ (৭ অক্টোবর) মঙ্গলবার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘মা' ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন কোনো ব্যাংক কিংবা এনজিও ঋণগ্রস্ত জেলেদের কাছ থেকে কিস্তির টাকা নিতে পারবে না। বিষয়টি অবহিত করে প্রতিটি ব্যাংক ও এনজিওকে প্রশাসনিক নির্দেশনা পাঠানো হয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞাকালীন জেলার সকল বরফকলগুলো বন্ধ এবং নদী হতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা সফল করতে ভোলা উপকূলের সাগর ও নদ-নদীগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।
ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বাসসকে জানান, গত ৪ অক্টোবর থেকে মৎস্য বিভাগ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মঙ্গলবার জেলার ৭ উপজেলায় ২৩টি অভিযান পরিচালনা করেছেন। এ সময় বিশেষ টাস্কফোর্স জেলার বিভিন্ন উপজেলার ৪৩টি মাছঘাট, ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২টি আড়ত এবং ২৮টি বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৩৬ কেজি 'মা' ইলিশ জব্দ এবং ৩ হাজার ৩১২ মিটার জাল জব্দ করা হয়।
অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক চিঠিতে উপকূলীয় এলাকায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত বিশেষ প্রণোদনার (ভিজিএফ) চাল খুব দ্রুততম সময়ের মধ্যে বণ্টন করতে সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসিদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান, ভোলা মৎস্য অধিদপ্তর।
অন্যদিকে চলতি 'মা' সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা সফল করতে উপকূলের সাগর মোহনা ও নদ-নদীগুলোতে- নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলো। সব মিলিয়ে বিগত ফ্যাসিস্ট জমানার চাইতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ে 'মা' ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জারির রেড অ্যালার্ট পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করছেন মৎস্য সংশ্লিষ্টরা।