ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : উত্তরাঞ্চলের বন্যার পুরোনো কিছু ছবিকে সাম্প্রতিক দাবি করে প্রচারের অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে দাবি করা হয়— এগুলো উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিগুলো নতুন নয়। এগুলো আসলে আগের বিভিন্ন সময়ে দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতির ছবি।
প্রতিষ্ঠানটি জানায়, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এসব পুরোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে জড়িয়ে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ি পরিস্থিতি এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজে দায়িত্ব পালন করছে।