হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল মেনন-আতিক-দস্তগীর-পলককে

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:২০
রাশেদ খান মেনন,আতিকুল ইসলাম,জুনাইদ আহমেদ পলক ও গোলাম দস্তগীর গাজী । ছবি কোলাজ: বাসস

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকার বনানী থানার একটি হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। 

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আজ (বুধবার) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। সে সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করেন। 

শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

এ ঘটনায় গত বছর ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবেক মন্ত্রী মেনন, দস্তগীর ও পলক এবং সাবেক মেয়র আতিক এ মামলার এজাহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
১০