ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তারা ঢাকা আসে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।