ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুদানের অবরুদ্ধ আল-ফাশর শহরের একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গতকাল দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
আজ পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসাকর্মীরা জানান, গতকাল মঙ্গলবারের হামলায় আল-ফাশর হাসপাতালে সাতজন আহত হয়েছে। এ ঘটনায় হাসপাতাল ভবন ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৩ সালের এপ্রিলে সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর সর্বশেষ হামলার ঘটনা এটি।
উত্তর দারফুর রাজ্যের রাজধানী শহরে সচল থাকা সর্বশেষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একটি আল-ফাশর হাসপাতাল।
দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলে একমাত্র প্রধান নগরী আল-ফাশর। আধাসামরিক বাহিনী সেখানে এখনো হামলা অব্যাহত রেখেছে। ২০২৪ সালের মে মাস থেকে অবরোধ করে রাখা সত্ত্বেও আরএসএফ শহরটি পুরোপুরি দখলে নিতে পারেনি।
জাতিসংঘের তথ্য মতে, ‘শিশু দুর্ভোগের কেন্দ্রস্থল’ হয়ে উঠেছে আল-ফাশর। সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলেও জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।
সুদানে সংঘাতে হাজার-হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ-লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় ক্ষুধা ও দারিদ্র্যের শিকার হয়েছে।