ধানসিঁড়ি জোনে দুই বিভাগে মাদারীপুর ও বরিশাল চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
ছবি : বাসস

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব আজ শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা, অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা।

পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে মাদারীপুর এবং বরিশাল। নাটকীয় ম্যাচে অভিজ্ঞতার আলোকে মাদারীপুর ৩৯-৩১ পয়েন্টের ব্যবধানে বরিশালকে পরাজিত করে শিরোপা জয় করে। এর আগে সেমিফাইনালের পথও ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

 প্রথম সেমিফাইনালে বরিশাল ৩৭-৩২ পয়েন্টে হারায় ঝালকাঠিকে। দ্বিতীয় সেমিফাইনালে মাদারীপুর দাপুটে পারফরম্যান্সে ৫৬-৩৯ পয়েন্টের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে ফাইনালে ওঠে।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং মাদারীপুর। এই ম্যাচে মাদারীপুরকে কোনো সুযোগ না দিয়ে বরিশালের মেয়েরা ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে সহজে জয় তুলে নেয়।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

ধানসিঁড়ি জোনের মধ্য দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা সমাপ্ত হলো। এখন প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো পরবর্তী ধাপ আন্ত:জেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন
সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিএমইউ’র প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন
কুড়িগ্রাম ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার 
বিশ্ব দৃষ্টি দিবস আগামীকাল
নওগাঁয় ২ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে পরিস্কার করায় সচল হলো পানি নিষ্কাশন 
ডিএনসিসিতে প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
অজয় কর খোকন ও শফিকুল জামান রুবেল ৩ দিনের রিমান্ডে
ট্রাম্প তুরস্ককে গাজা শান্তির জন্য হামাসকে ‘প্ররোচিত’ করতে বলেছেন : এরদোয়ান
দিলীপ আগরওয়ালার ৫৩ শতাংশ ও তার স্ত্রীর ৮৮ শতাংশ অসঙ্গতিপূর্ণ সম্পদ, দুদকের মামলা
১০