রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:১৪

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহান্নান করিম’কে (৪২) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাহান্নান করিম ২০১৪ সালে শাহজাদপুর-গুলশান এলাকায় তার এক আত্মীয়ের সঙ্গে একটি ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী ওই আত্মীয়কে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। তবে ওই চেকটি ব্যাংক প্রত্যাখ্যান করে এবং চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী ব্যক্তি আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি নিষ্পত্তি করে ২০১৭ সালের ৮ অক্টোবর আসামি মাহান্নান করিম’কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে ১ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের রায়ের পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন।

এটিইউ গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তাকে উত্তরা পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মহিষের দই জিআই পণ্য হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে : ফরিদা আখতার
ধলেশ্বরী নদীতে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়নবাসীর 
চব্বিশের গণঅভ্যুত্থানে কন্যাদের জয়ধ্বনি শোনা যায় : শারমীন এস মুরশিদ
বছর শেষে বাজেট নিয়ে ঐকমত্যের সম্ভাবনার কথা জানালেন ফরাসি প্রধানমন্ত্রী
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা শনিবার শুরু
সাতক্ষীরায় টাইফয়েডে টিকাদান বিষয়ক কর্মশালা 
বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ২৬ জেলে জীবিত উদ্ধার
মেট্রোরেলের কমলাপুর অংশের সামগ্রিক অগ্রগতি ৬৪.২৩%
১০