বছর শেষে বাজেট নিয়ে ঐকমত্যের সম্ভাবনার কথা জানালেন ফরাসি প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফ্রান্সের বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বুধবার জানিয়েছেন, দেশটির রাজনৈতিক সংকট নিরসনে এই বছরের শেষ নাগাদ বাজেট নিয়ে একমত হতে বিভিন্ন দলের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।  

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

গত সোমবার সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেন এবং এই ঘোষণার পর প্যারিসের শেয়ারবাজারে ধস নামে।

আলোচনার অগ্রগতি তুলে ধরে সেবাস্তিয়ান লেকর্নু বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ফ্রান্সের জন্য একটি বাজেট প্রণয়ন করার ব্যাপারে ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘এই ইচ্ছা একটি গতি সৃষ্টি করছে, একটি সমঝোতার দিকে এগিয়ে নিচ্ছে। এতে সংসদ ভেঙে দেওয়ার আশঙ্কা দূর হচ্ছে।’ এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, ফ্রান্সে একটি জোট সরকার গঠন হতে পারে এবং এতে আগাম নির্বাচন এড়ানো যাবে।

গত বছর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমতা সুসংহত করার আশায় আগাম নির্বাচন দেওয়ার ফলে ঝুলন্ত সংসদ তৈরি হয়।এরপর থেকেই ফ্রান্স রাজনৈতিকভাবে অচলাবস্থার মধ্যে রয়েছে।

বাজেট নিয়ে টানাপোড়েনের কারণে লেকর্নুর আগের দুই প্রধানমন্ত্রীকে সংসদীয় বিরোধিতার মুখে সরে যেতে হয়েছিল।

ম্যাক্রোঁর সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া লেকর্নু সোমবার পদত্যাগ করলেও প্রেসিডেন্ট তাকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দায়িত্বে থাকতে বলেন, যাতে বাজেট বিল পাসের মতো সমঝোতা গড়ে তোলা সম্ভব হয়।

লেকর্নু জানান, মঙ্গলবার তার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া মধ্যমপন্থী ও ডানপন্থী নেতারা একমত হয়েছেন, বাজেট ঘাটতির লক্ষ্য জিডিপির পাঁচ শতাংশের নিচে রাখতে হবে। যদিও আগে লক্ষ্য ধরা হয়েছিল ৪.৭ শতাংশ। আর তার পূর্বসূরি ফ্রাঁসোয়া বাইরু প্রস্তাব করেছিলেন ৪.৬ শতাংশ।

লেকর্নু বুধবার সন্ধ্যা পর্যন্ত সময়সীমার আগে বামপন্থী দলগুলোর সঙ্গেও বৈঠক করার কথা জানান।

ফ্রান্সের ঋণ-জিডিপি অনুপাত বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে গ্রিস ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ, যা ইইউ’র অনুমোদিত ৬০ শতাংশ সীমার প্রায় দ্বিগুণের কাছাকাছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০