ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাদ্রিদের পর্যটন নগরীতে মঙ্গলবার নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে তিনজন শ্রমিক আহত এবং কয়েকজন নিখোঁজ রয়েছে। স্প্যানিশ জরুরি পরিষেবা এ কথা জানিয়েছে।
মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
তারা এক্সে-এক পোস্টে জানিয়েছে, স্পেনীয় রাজধানীর প্রতীকী প্লাজার মেয়রের কাছে ‘বিভিন্ন মেঝের স্ল্যাব ধসের পর’ অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং ‘কর্মীরা কিছু সহকর্মী নিখোঁজ হওয়ার খবর দিয়েছেন।’
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক্সে এক পোস্টে বলেছেন, আহত শ্রমিকদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এএফপি সাংবাদিকরা দেখেছেন, ড্রোন নিয়ে কাজ করা পুলিশ রাস্তাটি ঘিরে রেখেছে। রাস্তায় অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়িতে পূর্ণ ছিল কারণ, কয়েক ডজন দর্শক বাইরে জড়ো হয়েছিল।
ভবনের সামনে একটি হেয়ারড্রেসারে কর্মরত মিলাগ্রোস গার্সিয়া বেনিটো এএফপি’কে বলেছেন, ‘একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে, এতে কাঁচ এবং সবকিছু উড়ে গেছে’।
তিনি বলেছেন, ‘প্রচুর সাদা ধুলো, কিছুই দেখা যাচ্ছিল না। দমকলকর্মীরা এবং পুলিশ দ্রুত আসতে শুরু করেছে’।
মাদ্রিদের পৌর পুলিশ এএফপি’কে জানিয়েছে, যে পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হচ্ছে।