চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৭

চট্টগ্রাম, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের এখন তুঙ্গে। আগামী ১৫ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা জোরদার করায় ক্যাম্পাস এখন উৎসবমুখর।

প্রার্থী ও সমর্থকরা এখন শিক্ষার্থীদের হলগুলোতে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেক প্রার্থী বলেছেন, সহপাঠীদের কাছ থেকে তারা উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছেন এবং ক্যাম্পাসে ভোটারদের মধ্যে নির্বাচনকেন্দ্রীক উৎসাহ ক্রমেই বাড়ছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করি, ভোটগ্রহণ সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হবে।’

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মোট ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী ভোটদানের জন্য যোগ্য, এরমধ্যে ৯টি ছাত্র হলে ১৬ হাজার ১৮৪ জন এবং ৬টি ছাত্রী হলে ১১ হাজার ৩৩২ জন রয়েছেন।

এই নির্বাচন ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্ব পুনরায় শুরুর সূচনা হিসেবে চিহ্নিত হচ্ছে, আর প্রচারণা কার্যক্রম জোরদার হওয়ায় পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর। আবাসিক হল, খোলা স্থান ও সাধারণ আড্ডাস্থলগুলো জমে উঠেছে উচ্ছ্বাসে; শিক্ষার্থীরা আলোচনা করছে ইশতেহার, স্লোগান ও নেতৃত্বের অঙ্গীকার নিয়ে।

অনেক শিক্ষার্থী আশা প্রকাশ করেছেন যে, চাকসু পুনরুজ্জীবিত হওয়ায় অবশেষে তারা ক্যাম্পাস-সংশ্লিষ্ট নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, শিক্ষা, খাবার, আবাসন সংক্রান্ত আমাদের সমস্যাগুলো তুলে ধরার মতো কেউ ছিল না। এখন চাকসু ফিরে আসায় আমরা আশা করছি, আমাদের কথাগুলো শোনা হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ উল্লাহও একই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আগে ছাত্র সংগঠন ছিল, কিন্তু কোনও প্রতিনিধিত্বমূলক সংসদ ছিল না। এই নির্বাচনের মাধ্যমে, আমি বিশ্বাস করি আমাদের সমস্যাগুলো সমাধান করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন বলেন, মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চাকসু পদের জন্য ৪১৫ জন এবং হল সংসদ পদের জন্য ৪৯৩ জন।

চাকসু’তে, ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হল কাউন্সিল নির্বাচনে, ভিপি পদে ২৬ জন, জিএস পদে ২৮ জন এবং এজিএস পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি ছাত্রী হলে, ভিপি এবং এজিএস পদে ১২ জন করে প্রার্থী এবং জিএস পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সামগ্রিকভাবে, চাকসু এবং হল সংসদ উভয় নির্বাচনে ১২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আক্তার ৩৫ বছরের বিরতির পর নির্বাচনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক। চ্যালেঞ্জ সত্ত্বেও, আমরা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করেছি এবং ইতিবাচক গতি অব্যাহত থাকবে।’

১৯৭০ সালে প্রতিষ্ঠিত, চাকসু ঐতিহাসিকভাবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ক্যাম্পাস সহিংসতা, সাংগঠনিক অস্থিরতা এবং প্রশাসনিক বাধাসহ বিভিন্ন সমস্যার কারণে ১৯৯০ সাল থেকে কোনও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যার ফলে ইউনিয়ন কয়েক দশক ধরে নিষ্ক্রিয় ছিল।

এখন ফের নির্বাচন শুরু হওয়ায় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়েই আশাবাদী যে, চাকসু আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত বৈধ কণ্ঠস্বর হিসেবে তার ভূমিকা পুনরুদ্ধার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
১০