জলবায়ু কূটনীতি বিষয়ে বাংলাদেশ ও ইউএনডিপি’র অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আজ বাংলাদেশি প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং মালদ্বীপে টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জলবায়ু কূটনীতির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

মালদ্বীপে নবনিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি আদনান চিমা বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাতকালে মালদ্বীপে  বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। 

আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতকালে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও সনদায়ন কর্মসূচি সম্প্রসারণসহ ইউএনডিপি-সমর্থিত চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তারা মালদ্বীপে ইউএনডিপি’র কার্যক্রমের অন্তর্ভুক্ত জলবায়ু অভিযোজন, সহনশীলতা গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার ও আবাসিক প্রতিনিধি ‘জলবায়ু কূটনীতি সংলাপ’, ‘ব্লু ইকোনমি’ সহযোগিতা এবং যৌথ জনসচেতনতামূলক কর্মসূচি- যেমন সেমিনার, প্রদর্শনী ও বিষয়ভিত্তিক অনুষ্ঠান আয়োজনে নতুন উদ্যোগ খুঁজে বের করতে সম্মত হন।

বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে ড. নাজমুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধির যৌথ অগ্রাধিকারে ইউএনডিপি ও মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ঢাকা আগ্রহী।

উভয়পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-সংক্রান্ত সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশ হাইকমিশন ও ইউএনডিপি এদেশীয় কার্যালয়ের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর ফ্রি চিকিৎসা স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরি : শারমীন এস মুরশিদ
হিলি বন্দর দিয়ে আমদানি করা কাাঁচা মরিচ থেকে ১৯.১৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহ
বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র : ড. জিয়াউদ্দিন হায়দার
যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা : ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক ২২৪
বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকার আত্মসমালোচনা হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
১০