জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২৬

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপান সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন বৃত্তি কর্মসূচির ১৫০-এরও বেশি সাবেক শিক্ষার্থী আজ ঢাকায় একত্রিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম (এডিবি-জেএসপি), জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (মেক্সট), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৃত্তিপ্রাপ্তরা।

এডিবি-জেএসপি ও এডিবির ঢাকা আবাসিক মিশন মেক্সট, জাইকা, আইএমএফ এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের প্রথম যৌথ পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহাসিক সম্মেলনের উদ্দেশ্য ছিল শিক্ষা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব উদ্যাপন করা এবং জ্ঞানভিত্তিক, দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, জাইকার বাংলাদেশ প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, এডিবির জাপানের নির্বাহী পরিচালক শিগেও শিমিজু, এবং বাংলাদেশে এডিবির আবাসিক পরিচালক হো ইউন জিয়ংসহ আরও অনেকে।

হো ইউন জিয়ং বলেন, ‘আমরা গর্বিত যে জাপান-অর্থায়িত বৃত্তি, বিশেষত এডিবি-জেএসপি, আমাদের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিণত হতে সহায়তা করেছে।’

তিনি আরও বলেন, ‘এই সাবেক শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছেন। জাপান অর্থায়িত বৃত্তি কর্মসূচিগুলো মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষা ও জাপান-অর্থায়িত বৃত্তি কর্মসূচিগুলোর সম্মিলিত অবদানকে মানবসম্পদ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন।

জাপান-অর্থায়িত বৃত্তিপ্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে, যা উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অংশীদারিত্বে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রতি বছর শুধুমাত্র এডিবি-জেএসপি-এর মাধ্যমেই প্রায় ১৩৫টি স্নাতকোত্তর বৃত্তি প্রদান করা হয়- অর্থনীতি, ব্যবসা ও ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন-সম্পর্কিত বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সহনশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা। সদস্য ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে জটিল উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় এডিবি উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জীবনমান উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং পৃথিবীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০