ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০-৩০০। এর ফলে ইউএস-বাংলার মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে ৪৩৬ আসন বিশিষ্ট এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এয়ারক্রাফটটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন যুক্ত হওয়া এয়ারবাস এ৩৩০-৩০০ এর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।