
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোট জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিশ্চিতে পৃথক গণভোটের দাবিতে আগামী ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে।
রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত জোটের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নেতারা তাদের পাঁচ দফা তুলে ধরেন এবং তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে ৬ নভেম্বর একটি গণমিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সরকার যদি আমাদের দাবির প্রতি সন্তোষজনক অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে ১১ নভেম্বর ঢাকায় জোট একটি গণসমাবেশ করবে।
জোটের পাঁচ-দফা দাবির মধ্যে রয়েছে : জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে জারি, এর আইনি ভিত্তি নিশ্চিত করতে পৃথক গণভোট আয়োজন, সংশোধিত ‘প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ অপরিবর্তিত রাখা, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)পদ্ধতিতে নির্বাচন চালু, সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী ও ফ্যাসিবাদের সহযোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেন, বর্তমান সরকার এবং জুলাই অভ্যুত্থানের বৈধতার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, আইনি ভিত্তি ছাড়া, সংস্কার, অভ্যুত্থান, এমনকি সরকার নিজেই বৈধতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হবে।’
গণভোটের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্ভূত মতবিরোধে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সব দল আগেই গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। বর্তমান মতবিরোধ দুঃখজনক।
তিনি সব রাজনৈতিক দলকে আবারও ঐক্যবদ্ধ হয়ে মতবিরোধ নিরসন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী ও বাংলাদেশ উন্নয়ন পার্টির মহাসচিব কাজী নিজামুল হক নাঈম।