কুড়িগ্রামে নাশকতা দমনে ৬২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:২৫

কুড়িগ্রাম,  ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস): নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত চার দিনের ধারাবাহিক অভিযানে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির পরিকল্পনা, পূর্বের বিভিন্ন মামলা, এলাকার স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা এবং জনগণের ওপর নির্যাতনের অভিযোগে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শেষ ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃত ১১ জনের মধ্যে রয়েছেন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিন্টু (৪৫), নাগেশ্বরীর নুন খাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (৪৫),নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল রব্বানী সজিব (৩৮), সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান মিলন (৩০),ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম (৫০), রাজারহাটের ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান (৪৮),কচাকাটার কেদার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলম মিয়া (৪২), চর রাজিবপুরের কোদালকাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (৬৪), চিলমারী উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সিদ্দিকুল ইসলাম (৪৫), সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক (৪০) এবং সহ সভাপতি ওলি আহমেদ(৪৫)। 

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম (পিপিএম) বলেন, ‘কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত চার দিনে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।’

তিনি জানান, কুড়িগ্রাম জেলার সর্বত্র এ অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি’র এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার 
শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
১০