২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২০:৫৯

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।

প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‌্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ ও সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক ও কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়া ১৬ দিনব্যাপী এই কর্মসূচিসমূহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয় ও আওতাধীন বিভাগ ও দপ্তর/সংস্থা, অধিদপ্তর-পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূচি পালন করবে। একইসাথে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুধী সমাজ ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মসূচি পালন করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন : আবদুল হালিম
ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা 
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত 
উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রাম বিমানবন্দরে ১৯৯ কার্টুন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ 
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট বিলকিস জাহান শিরীন পুনর্বহাল
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান
বিভেদ দূর না হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে : ইশরাক হোসেন
‘নিবন্ধন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০